মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ইং উপজেলা পর্যায়ের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ই অক্টোবর বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের সভাপতিত্বে এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ বক্তব্য প্রদান করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরিশেষে দাবা, সাঁতার ও কাবাডি ইভেন্টের বিজয়ী দল ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।