মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক: জলঢাকায় দরিদ্রদের মাঝে ব্যাটারি চালিত ৪৮টি ভ্যান ( চুপসি ) ৩৫টি সেলাই মেশিন ও ১শত পাঁচ বাইন্ড ঢেউটিন বিতরন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রকল্পের আওতায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় নির্ধারন করে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন কল্পে কর্মবিহীন মানুষদের মাঝে এ সব উপঢৌকন বিতরন করা হয় বলে জানা যায়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে ১০ই অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পরিষদ হলরুমে বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা আমীর মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার নায়েবে আমীর প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবির লেলিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, উপজেলা এলজি ইডি প্রকৌশলী শিশির চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সামজিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার এস.এম আনোয়ারুল কবীর ও সমাজসেবক ডাঃ আনোয়ার হোসেন প্রমুখ।
বিতরন কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার গণমাধ্যমকে জানান, বিগত ২৩-২৪ অর্থ বছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রকল্পের আওতায় জলঢাকা উপজেলার কর্মবিহীন জনগোষ্ঠীর ৪৮ জন সুবিধাভোগীর মাঝে একটি করে ব্যাটারি চালিত ভ্যান, ৩৫জন নারি উদ্দ্যোগতাকে সেলাই মেশিন ও সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে দেড় বাইন করে মোট ১শত ৫জন সুবিধাভোগীর হাতে ঢেউটিন বিতরন করা হয়েছে।
এছাড়া এ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের দৃশ্যমান সৌন্দর্য বর্ধণসহ কানেকটিং রোড, গ্যারেজ সংস্করণসহ উপজেলা পরিষদে নতুন নির্মানাধীন ভবনের সামনে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। তিনি জানান, এ প্রকল্পের আওতায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় নির্ধারন করে এ সব বাস্তবায়িত করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.