প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ৭:৪৬ পি.এম
জলঢাকায় শারদীয় শুভেচ্ছা জানাতে জামায়াত নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন
নীলফামারীর জলঢাকায় সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে শারদীয় শুভেচ্ছা জানাতে পূজামণ্ডপ পরিদর্শন করে সহায়তার হাত বাড়িয়ে
দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সেক্রেটারি জেনারেল মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
শনিবার সন্ধারপর মোটরসাইকেল বহরে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জামায়াতের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক প্রমুখ। পুজামন্ডপ পরিদর্শনকালে তারা বলেন, ধর্ম যারযার রাষ্ট্র সবার। যারযার ধর্ম সে পালন করবে এখানে ভয়ের কিছু নেই, আমরা পাশে ছিলাম আছি এবং থাকবো, কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে কঠিন হাতে প্রতিহত করা হবে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.