মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক:
নীলফামারীর জলঢাকায় বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ এবং ভূমিদস্যু নজরুল ইসলাম গং আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাকিব ইসলাম (২৮) নামের এক ভুক্তভোগী। ১৩ অক্টোবর (রোববার) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখা অফিস কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাকিব ইসলাম। লিখিত বক্তব্যে সাকিব ইসলাম বলেন, প্রতিবেশী ১। মোঃ নজরুল ইসলাম (৫০) পিতা- মোঃ হছর উদ্দীন, ০২। মোঃ আমির উদ্দীন (৬০), পিতা- মৃত নছির উদ্দীন, ০৩। শফিকুল ইসলাম (৪০) পিতা- আমির উদ্দীন, ০৪। মোঃ আতিকুল ইসলাম (৩২) পিতা আমির উদ্দীন, ০৫। মোঃ আলিফ নুর (৪০) পিতা- মৃত কছর উদ্দীন, ০৬। মোছাঃ অপেয়া বেগম (৫৫) স্বামী- আমির উদ্দীন, ০৭। মোঃ জুয়েল ইসলাম (৩১) পিতা-হছর উদ্দীন, ০৮। মোঃ শাহা আলম (৩৫) পিতা- মছর উদ্দীন, ০৯। মোঃ আলম হোসেন (৪০) পিতা- মছর উদ্দীন, ১০। মোছাঃ ফেন্সি বেগম (৪২) স্বামী- জিয়ারুল ইসলাম সহ আরও অনেকে তার পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবত জবরদখলের পায়তারা করে আসছেন।
গত ১১ অক্টোবর উক্ত ব্যক্তিরা তার বসত বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করে বসতবাড়িতে অগ্নিসংযোগ চালায়। এমনকি তাকে প্রাণনাশের হুমকি দেয়। বিগতে সময়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা অব্যাহত রেখেছে। তার বাবার পৈত্রিক সম্পত্তি ও বসতবাড়ি যেকোন সময় জবরদখল করতে পারে? সাকিব সহ তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুকতেছে। তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, নজরুল ইসলাম গংরা ভূমিদস্যু বটে। নজরুলরা বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ করেছে এর নজ্য সাকিব ন্যায় বিচারের দাবি জানিয়েছে। তিনি গত ১২-১০-২০২৪ইং তারিখে জলঢাকা থানায় ভূমিদস্যু নজরুল ইসলাম সহ ১০ জন ও অজ্ঞাত ৮/১০ জনের নামে মামলা করেছেন। মামলা করায় আসামিরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছেন। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল আসামিদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.