মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক: জলঢাকায় নিরাপদ স্যানিটারি ল্যাট্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ক প্রশিক্ষণ এবং প্রকল্প বাস্তবায়ন পূর্ববর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইপাও ইনজিও উত্তরা ঢাকার সার্বিক আয়োজনে ১৫ই অক্টোবর সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এ স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইপাও ইনজিও চেয়ারম্যান আকলিমা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কর্মকর্তা আব্দুল গফুর তালুকদার, সুইডেন প্রবাসী মিলওয়ার্ড। এ সময় বক্তব্য রাখেন প্রকল্প টেইনার অফিসার শাহ্ পরান, প্রকল্প সদস্য ছাদেকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মুকুল ইসলাম প্রমুখ।
উক্ত নিরাপদ স্যানিটেশন ব্যবহারের নিয়মকানুন, সংরক্ষণ, পরিস্কার পরিচ্ছন্নতাসহ নিরাপদ স্বাস্থ্য সম্মত স্যানিটারী ল্যাট্রিন ব্যবহারের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তারা ।
ইপাও ইনজিও উত্তরা ঢাকার চেয়ারম্যান আকলিমা মজুমদার বলেন, প্রত্যন্ত অঞ্চলের গ্রামীন জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন কল্পে নিরাপদ স্যানিটারী ল্যাট্রিন, স্বাস্থ্য সম্মত নলকূপ, চিকিৎসা, গণশিক্ষা কার্যক্রমসহ মানবাধিকার ও পূর্ণবাসন উন্নয়ন বিষয়ের উপর গুরুত্ত আরোপের মাধ্যমে জলঢাকা উপজেলায় চলমান কাজ শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর ৫০জন সুবিধাভোগীকে নিরাপদ স্যানিটারি ল্যাট্রিনের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা জলঢাকা উপজেলা প্রশাসন ও এ অঞ্চলের মানুষের সার্বিক সহযোগিতা পেলে আমাদের অন্য অবাস্তবায়িত প্রকল্প গুলো চালু করতে পারবো। এ জন্য আমরা সকলের সার্বিক সহায়তা কামনা করছি।