প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ৪:২৭ পি.এম
নীলফামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নীলফামারীর পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজে প্রথমবারের মত কৃতি শিক্ষার্থী-অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ৬জন শিক্ষক ও একজন কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ওয়াহেদুল ইসলাম সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রহমান।
এতে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দারুল হুদা উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, পঞ্চপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুন্নবী শামীম, পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের দিল আফরোজা আক্তার, প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.