আল ইকরাম বিপ্লব স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় ইসলামের পুর্ণাঙ্গ আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদস্য সংগ্রহ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।
রবিবার (২০ অক্টোবর) সারাদিন ব্যাপী আদর্শপাড়া নিজ অফিস কার্যালয়ের সামনে দাওয়াতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলা সেক্রেটারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জলঢাকা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেক্রটারী ইবনে তবিব মোঃ সোপান, সহ-সেক্রেটারী মোঃ খাইরুল আলম (মোরল), অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ সাফিন চৌধুরী, মোঃ ওবায়দুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল গফ্ফার ও মোঃ তিতুমীর রহমান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নানান শ্রেণি পেশার মানুষ ইসলামী আন্দোলনের সদস্য ফরম সংগ্রহ করেন।