“সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৪ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলা কাব ক্লাস্টারভূক্ত ক্রেডিট ইউনিয়নসমূহের আয়োজনে এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় জেলা কাব সদস্য সেবা কেন্দ্রে দিনটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা কাব ক্লাস্টার কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও উত্তরা ফাউন্ডেশনের চেয়ারম্যান জামাল আহমেদ জামান, সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি কাজী দৌলত হোসেন, সৈয়দপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি মো. গোলাম মর্তুজা, ডিমলা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি মো. রেজাউল ইসলাম প্রমুখ।
জেলা কাল্ব কর্মকর্তা ইমরান আহমেদ ও উপজেলা কর্মকর্তা মো. জাকির হোসেন বিক্রমের সঞ্চালনায় আলোচনা সভায় ডিমলা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ট্রেজারার- মো. সেলিম জাহাঙ্গীর, ডোমার উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ডিরেক্টর মো. আবুল কালাম, উপজেলা ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম, পরিবর্তন কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার মো. শফিকুল ইসলাম সহ জেলার সকল ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধি ও সকল উপজেলার কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।