মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টাট, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে রিয়াজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান এবং দুইদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২০ অক্টোবর রাতে ডোমার পৌর এলাকার ছোটরাউতা গ্রামে অবস্থিত জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসা মাঠে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী (দাঃবাঃ)।
সৈয়দপুর দারুল উলুম রুহুল ইসলামের মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা হারুন রিয়াজীর সভাপতিত্বে সমাপনী দিনে তাফসীর পেশ করেন ঢাকার মেগুনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ খাঁন সাহেব ও দারুল উলুম রুহুল ইসলামের সিনিয়র মুদাররিস মাওলানা হাফেজ ইসমাঈল হোসেন রিয়াজী।
এছাড়া প্রথম দিন শনিবার মাহফিলে তাফসীর পেশ করেন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার মুহাদ্দিস ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব এবং রংপুরের জামেয়া কারিমিয়া নূরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার মুদাররিস মাওলানা হাফেজ মাহমুদুর রহমান সাহেব প্রমুখ সহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন।
সমাপনী মাহফিলের আলোচনা শেষে জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের মধ্যে পাগড়ী প্রদান করেন মাহফিলে আগত অতিথিবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.