ads
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন |
Headline :
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বুলবুলের দাফন সম্পন্ন চিলাহাটিতে বালিশ চাপা দিয়ে বিউটি আক্তার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে ছাত্র শিবিরের  ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন নীলফামারীতে সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষিকার তারেক রহমান – বাংলাদেশের নতুন সূর্য নীলফামারীতে ২৯ জন আইন কর্মকর্তা নিয়োগ জলঢাকায় সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবীশদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর রিনো চিলাহাটিতে পিতা হত্যা মামলায় র‍্যাবের হাতে ছেলে সিদ্দিক গ্রেফতার

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নাসির উদ্দিন শাহ মিলন,বার্তা সম্পাদক / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিটি পরিবারকে ৫লাখ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় জেলা জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান,’ আমাদের মধ্যে অনেকেই জানেন না যে সড়ক দুর্ঘটনায় যদি কেউ আহত বা নিহত হলে সরকারের পক্ষ থেকে এককালিন আর্থিক সহায়তা প্রদান করা হয়। দূর্ঘটনায় নিহত হলে যতদ্রুত তার দাফন কার্য সম্পন্ন করতে চাই‌ আমরা। কিন্তু যদি বিধি মোতাবেক প্রক্রিয়ায় ময়নাতদন্তের মাধ্যমে এগোলে নিহতের পরিবার আর্থিক সহায়তা পেতে পারে। যদিও এই সহায়তা কখনও নিহত ব্যক্তির শূন্যতা পূরণ করতে পারবে না তবুও একটু সাহায্য পেলে ক্ষতি কি।’

এসময় নীলফামারী বিআরটিএ’র সহকারী পরিচালক শফিকুল আলম সরকার, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জ্যোতির্ময় রায়, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বাস ও মিনিবাস গ্রুপের সভাপতি মো. আরেফ রব্বানী মানিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নীলফামারী বিআরটিএ’র সহকারী পরিচালক শফিকুল আলম সরকার বলেন,’গত ২০ মার্চ জোড়দরগা এলাকায় পিকআপের ধাক্কায় আবু তাহের নামে এক ব্যক্তি ও গত ১২ জানুয়ারি ইটাখোলা চৌধুরী পাড়া মায়ার মোড় নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় ওসমান গনি নামে আরেক ব্যক্তি নিহত হন। আজকে তাদের পরিবারকে ৫লাখ করে ১০লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।’
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category