মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন ও শারীরিক নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যদের জন্য আবাসন (আনসার সেড) ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকালে উপজেলা পরিষদ এলাকায় নবনির্মিত আনসার আবাসন (আনসার সেড) ভবনের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
আনসার আবাসন উদ্বোধনের সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশীদ হারুন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।