নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় চার শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সদস্যরা। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত ডাঙ্গাপাড়া থেকে মাদক ব্যবসায়ী সমিন ইসলামকে (২৮) গ্রেফতার এবং তার বাড়ি থেকে ওইসব ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক জায়েদ আল জাফরীর নেতৃত্বে দপ্তরটির সদস্যরা ঘটনার দিন গত বুধবার (২৩ অক্টোবর) বিকেলে কামারপুকুর ইউনিয়নের কিসামত ডাঙ্গাপাড়ার মো. সমিন ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় সমিন ইসলামে শয়ন ঘর তল্লাশি করে ঘরে থাকা আলনায় ঝুলানো শপিং ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় দশ পাতায় মোট ৪০০ পিস নিষিদ্ধ ঘোষিত ভারতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ওইসব ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য আশি হাজার টাকা।
এ সময় নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজ হেফাজতে সংরক্ষণের অভিযোগে মো. সমিন ইসলামকে গ্রেফতার করা হয়। সে কিসামত ডাঙ্গাপাড়ার এনামুল হকের ছেলে।
এ ঘটনায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিদর্শক জায়েদ আল জাফরী বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা করেন। মামলা নং-১৯, তারিখ: ২৩/১০/২০২৪ইং।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. ফইম উদ্দিন মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলা এক আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামী সমিন ইসলামকে গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।