প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৯:০২ পি.এম
নীলফামারীতে সেরা তিন পূজা মন্ডপকে সম্মাননা প্রদান
নীলফামারীতে শারদীয় দুর্গাপূজায় জেলারা তিনটি সেরা পূজা মন্ডপকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পূজা মণ্ডপ সমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই সম্মননা দেওয়া হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু, কালীমন্দিরে সভাপতি এ্যাড. অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক তপস সাহা, সহ-সাধারণ সম্পাদক ঝন্টু ভৌমিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সেরা তিনটি পূজা মন্ডপের মধ্যে প্রথম হয় সৈয়দপুর উপজেলার রানু এগ্রো লিমিটেড পূজা মন্ডপ, দ্বিতীয় হয় স্থানে ডোমারের ছোট রাউতা চাকধা পাড়া শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ ও তৃতীয় স্থান অর্জন করে সদর উপজেলার আনন্দময়ী কালিবাড়ি দূর্গা পূজা মন্ডপ।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.