মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক: নীলফামারী'র জলঢাকায় ইস্পাহানি এগ্রো লিমিটেডের প্রস্তূতকৃত মুনমুন ফুলকপি চাষ করে সফলতা অর্জন শীর্ষক মাঠ প্রদর্শনী দিবস অনুষ্ঠিত হয়েছে। ইস্পাহানি এগ্রো লিমিটেডের সার্বিক আয়োজনে ও বিসমিল্লাহ্ কীটনাশক ও বীজ ভান্ডারের ব্যবস্থাপনায় উপজেলা গোলনা ইউনিয়নের চিড়াভেজা গোলনা গ্রামে এক মাঠ প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সেনা কর্মকর্তা সফল কৃষক মোল্লা মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ প্রদর্শনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি এগ্রো লিমিটেডের রংপুর বিভাগীয় ডেপুটি ম্যানেজার শোয়েবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় এক্সিকিউটিভ আশিকুর রহমান ও ফয়সাল আহমেদ সৌরভ। এ সময় উপস্থিত ছিলেন ইস্পাহানি এগ্রো লিমিটেডের দিনাজপুর শাখার এরিয়া ম্যানেজার কৃষিবিদ আবু সাঈদ ও ডেপুটি এক্সিকিউটিভ আশরাফুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় ইস্পাহানি এগ্রো লিমিটেডের ডিলার সোহেল রানা বলেন, এ অঞ্চলের কৃষক ইস্পাহানি এগ্রো লিমিটেডের প্রস্তূতকৃত ও উৎপাদিত বিভিন্ন জাতের মৌসুমি বীজ রোপণ করে বেশ সফলতার সহিত কৃষকগন উন্নতির মুখ দেখছেন। এছাড়াও ইস্পাহানি এগ্রো লিমিটেড কর্তৃক বিভিন্ন বালাই নাশক ঔষধ জমিতে ব্যবহার করে কৃষক সুফল পাচ্ছে। তাই আমি একজন সফল কৃষক ও ডিলার হয়ে এ অঞ্চলের কৃষককুলের প্রতি আহবান জানাবো ইস্পাহানি এগ্রো লিমিটেডের প্রস্তূতকৃত বীজ ও বালাই নাশক ঔষধ ব্যবহার করতে। এতে করে দেশ যেমন হবে কৃষি সমৃদ্ধশীল তেমনি আর্থিক ভাবে সুফল পাবে কৃষক।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.