• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন |
Headline :
ঘন কুয়াশায় আলু ও বোরো বীজতলা নিয়ে চিন্তিত কৃষকরা জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকবর আলীর বিদায় সংবর্ধনা “কুষ্ঠ রোগি ছিলাম! এখন আমি সুস্থ” নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নীলফামারীতে কোকোর মৃত্যুবার্ষিকীতে শীতার্তরা পেল কম্বল নীলফামারীর চাপড়া কাছারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারের চিলাহাটিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি নীলফামারীতে জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সভা ও কম্বল বিতরণ করেছে নীলফামারী পৌরসভার উদ্যোগে চার’শ জনের মাঝে কম্বল বিতরণ

জলঢাকায় জমি নিয়ে বিরোধের জেরে থানায় অভিযোগ

মাইদুল হাসান,  বিশেষ প্রতিবেদক: / ৪৪২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক: নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে বিরোধের জেরে পুলিশে অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচার প্রার্থনা কামনা করেছেন মোফাজ্জল হোসেন ( ৫৫ ) নামের এক ভুক্তভোগী।

ঘটনাটি উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড সিদ্বেশ্বরী ডাঙ্গাপাড়া গ্রামের।

অভিযোগ সুত্রে , গতকাল ৩০শে অক্টোবর দুপুরে ঘটনাস্থলে গেলে অভিযোগকারী মোফাজ্জল হোসেন এর পুত্র মোশারফ আলী ও আবুল কালাম জানান, মৌজা সিদ্বেশ্বরীর জে.এল ও এস.এ ৬৫, এস.এ খতিয়ান নং ৫২৭ এবং ২৫১,২৫২ ও ২৫৩ দাগে মোট ৯০ শতক জমির মধ্যে ১১শতক জমি যার দলিল নং ২৬২৯ গত ৪ই এপ্রিল ২০১৮ সালে কবলা মুলে ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছি।

কিন্তূ একই গ্রামের মৃত বজদ্দী মামুদ এর পুত্র আব্দুল গফফার ও তার দুই ছেলে আনোয়ার হোসেন ( ৪৫ ) ও আলমগীর হোসেন ( ৪২ ) গং ৪ দাগে অন্য ভাগির জমি ক্রয় করে আমার জমি দখল নিতে চান।

এ বিষয়ে মোফাজ্জল হোসেন বলেন, দালিলিক কাগজপত্র দেখে যদি প্রতিপক্ষরা জমি পায় তবে ছেড়ে দিবো। আমরা আইনকে শ্রদ্ধা করি তাই আইনের আশ্রয় গ্রহন করেছি। আইন যা করবে তা আমরা মেনে নিবো।

অন্যদিকে বিবাদী আনোয়ার হোসেন জানান, এ জমি নিয়ে ইতিপূর্বে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান দ্বারা বিচার হলেও বাদিপক্ষ তা মানে না। ক্রয় সূত্রে আমরা এ জমির মালিক তাই জমি ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না।

এ বিষয়ে জলঢাকা থানার এস আই উজ্জল হোসেন গণমাধ্যমকে জানান, অভিযোগের ভিত্তিতে অবকাঠামো স্থাপনার কাজ স্থগিত করা হয়েছে। উভয়পক্ষকে প্রয়োজনীয় দালিলিক কাগজপত্র নিয়ে থানায় আসে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category