নীলফামারীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) শহরের পৌর মার্কেটে সদর উপজেলা ও পৌর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
সভায় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক প্রবীর গুহ রিন্টুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সরকার দেবা। সঞ্চালনায় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব প্রদীপ কুমার দে মিঠু।
এসময় বক্তারা বলেন, বিএনপি হচ্ছে সাস্প্রদায়িক সম্প্রীতির দল। হিন্দু, বৌদ্ধ, থ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষের সাথে রয়েছে আত্মার সম্পর্ক। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটলেও তাদের দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দিব না। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি সব সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য সকল সম্প্রদায়ের পাশে ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকবে।
কর্মী সভায় জেলা বিএনপির সহ-সভাপতি রাহেদুল ইসলাম দোলন,সহ সাধারণ সম্পাদক এ্যাড.কাজী আক্তারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গীর সেফু, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু,জেলা কৃষক দলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।