• বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন |

নীলফামারীতে বিএনপির কর্মী সভা

নাসির উদ্দিন শাহ মিলন,বার্তা সম্পাদক / ১৭৪ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
Exif_JPEG_420

সাম্য, সম্প্রতি, বৈষম্য রক্ষায়, সাংগঠনিক ব্যবস্থা গতিশীল করা, নির্বাচন এবং বিবিধ বিষয়ের আলোকে নীলফামারীর চওড়া বড়গাছা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) রাতে উত্তর চওড়া স্কুল এন্ড কলেজ মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল। সভায় চওড়া বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক দলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল, সদস্য সচিব নুরুজ্জামান নুরু, সংগলশী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম।
এসময় বক্তারা বলেন, এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সামনে আরো পথ পাড়ি দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
কর্মী সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আক্তার,গোরগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি দিপু সিদ্দিকী, সাধারণ সম্পাদক মতিউর রহমান।
চওড়া বড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান কর্মী সভাটি  সঞ্চালনা করেন।
কর্মী সভায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category