মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক: জলঢাকায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সচেতনতা বিষয়ক এ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের উদ্দ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক আয়োজনে গতকাল ৬ই নভেম্বর বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়াম হলরুমে এ এ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা আবু হাসান ডাঃ মুহাম্মদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মুহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম মন্ডল, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবির, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুজ্জামান মনির, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রযুক্তিবিদ ডাঃ রাশিদুল ইসলাম প্রমুখ। উক্ত জরায়ু ক্যান্সার প্রতিরোধ বিষয়ক এ্যাডভোকেসি মিটিংয়ে মসজিদের ঈমাম, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক, সাংবাদিক ও সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বর্তমান সমাজে জরায়ু মুখ ক্যান্সার রোগ বিস্তর রুপ ধারন করেছে এবং সরকারের স্বাস্থ্য বিভাগ এ রোগ নির্মূলে সচেতনতা এবং প্রতিরোধ কল্পে অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন ও সনাক্তকরণের জন্য প্রচার প্রচারনাসহ ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন উল্লেখ করে পঃ পঃ কর্মকর্তা আবু হাসান ডাঃ মুহাম্মদ রেজওয়ানুল কবির বলেন, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লক্ষ থেকে গত ২৬শে অক্টোবর থেকে শুরু করে ১০দিনের কর্মসূচী হিসাবে ৯৫% শিশু ও নারী শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ও টিকা প্রদানের লক্ষ্যে কাজ করছি। কিন্তূ পরিতাপের বিষয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ইতিবাচক সারা না পাওয়ায় টার্গেট পুরণ করা সম্ভব হচ্ছে না। আমি নিজেই রেজিষ্ট্রেশন ও টিকা কার্যক্রমে অংশগ্রহণ করছি তার পর ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি হচ্ছে না। এ পর্যন্ত ৬১% রেজিষ্ট্রেশন সুসম্পূর্ন হয়েছে এখনো ৩৪% রেজিষ্ট্রেশন ও টিকা প্রদান কর্মসূচী বাস্তবায়িত হয়নি। এ জন্য আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সদয় মনোভাব ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। যাতে জনস্বার্থে সরকারের এ স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমটি আলোরমুখ দেখে।