নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বাজার তদারকি অভিযানে বাজারদর নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স এই জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় বাজারদর নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের সদস্য নীলফামারী কৃষি বিপণন কেন্দ্রের এরশাদ আলম খান, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নীলফামারী জেলার সভাপতি গওহর জাহাঙ্গীর রুশো, ছাত্র প্রতিনিধি মো: ইসমাইল হোসেন, গোলাম আযম ও জেলা আনসার ব্যাটেলিয়নের একটি দল তার সাথে ছিলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায় শহরের শহীদ জহুরুল হক সড়কে ফারিয়া ট্রেডার্স নামের ওই ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার, কাচা সবজির সাথে খাবার সংরক্ষণ এবং পচা ও বাসি খাবার পরিবেশিন করায় শহরের শহীদ ডা: জিকরুল হকে সড়কের শাহ হোটেল ও নিরিবিলিকে ৭ হাজার এবং ক্রয় রশিদ না থাকায় গাউসিয়া মুরগির আড়তকে ৩ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন। সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।