মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ইং অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিন সহস্রাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ই নভেম্বর) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও রাসায়নিক সার প্রান্তিক কৃষকদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্র জানায়, চলমান রবি মৌসুমে উপজেলার ৩ হাজার ২০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এরই মধ্যে ৮শত কৃষকের মাঝে গমের বীজ, ৯ শত কৃষকের মাঝে ভুট্টার বীজ, ১ হাজার ২ শত কৃষকের মাঝে সরিষার বীজ, ৩০ জনকে মুগ ডালের বীজ, ৪০ জনকে শীতকালীন পিঁয়াজের বীজ, ২০ জনকে অড়হর বীজ ও ৩০ জন কৃষকের মাঝে সয়াবিনের বীজ প্রদান করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.