• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন |
Headline :
ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার পাঠশালা’র শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন সবার পাঠশালার কমিটি গঠন সভাপতি সিহাব সম্পাদক প্রাণহরি ডোমারে সাবেক কাউন্সিলর রাজাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা, গ্রেফতার এক সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে আদায় হলো পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ জলঢাকায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে রজত জয়ন্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত জলঢাকায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি নীলফামারীতে শ্রমিক দলের ঈদ শুভেচ্ছা বিনিময় জলঢাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি জলঢাকায় এসএসসি ব্যাচ-২০০১ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডোমারের গোঁসাইগঞ্জে বন বিভাগের গাছ কর্তন, আটক১

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ২১৮ Time View
Update : শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ

নীলফামারীর ডোমার উপজেলার ০১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি গোসাইগঞ্জ বনবিভাগের গাছ দিন-রাত কর্তন করে বন সাবার করে দিয়েছে একদল বনদস্যু। তাদেরকে কেউ বাধা দিতে গেলে তাদের হেনস্তা করে বনদস্যুরা । এছাড়াও বন বিভাগের কর্মকর্তারা গাছ কর্তনে বাধা দিলে তাদেরও ভয় দেখিয়ে বাধার মুখে রাখেন বনদস্যুরা।
গত ৫ই আগস্ট এর পর থেকে তারা দিনেরাতে গোসাইগঞ্জ বনবিভাগের গাছ কর্তন করে আসছেন। এভাবে দিনে ও রাতে প্রায় কয়েক বিঘা জমির গাছ তারা কর্তন করে ফেলছেন।

চিলাহাটির গোসাইগঞ্জ বিট কর্মকর্তারা জানান এই বনদস্যুদের বিরুদ্ধে প্রসাশনের বিভিন্ন দপ্তরে তারা অভিযোগও করেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় ৮টি ভ্যানে করে বন বিভাগের কাটা গাছের লগ চিলাহাটি বিওপি বাজারের দিকে আসতে দেখে স্থানীয় লোকজন সেই ভ্যানটিগুলোকে আটক করে। এরপর গাছের লকগুলো ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে এনে রাখা হয়।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দিলে তাৎক্ষণিক ভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি এবং ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ঘটনাস্থলে আসেন এবং সরেজমিনে তদন্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার ০১ নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু ও উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।


এসময় গাছ কাটার অভিযোগে ঘটনাস্থল থেকে সুবহান ইসলাম (৭০) নামে ব্যক্তিকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

এবিষয়ে প্রত্যাক্ষদর্শী এবং এলাকার স্থানীয় মানুষজন জানায় গত ৫ আগষ্টের পর থেকে তারা ক্ষমতার অপব্যবহার করে এসব কর্মকান্ড করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে বন রক্ষা আইনে মামলা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category