জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধি: সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ ও রিক্রুট ব্যাচ-২০২৪ এর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে। বৃহস্পতিবার সকালে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন নূরুল আবছার প্যারেড গ্রাউন্ডেm ওই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে ৪০৩ জন নবীন সৈনিক (রিক্রুট) সামরিক কায়দায় শপথ গ্রহণ করেন।
সৈয়দপুর সেনানিবাসে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল কোর (ইএমই) ও আর্মি ক্রপ অ্যান্ড ক্লার্ক (এসিসি) কোরের সৈনিকরা ৩৬ সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। প্রধান অতিথি হিসাবে কুচকাওয়াজ পরিদর্শণ ও অভিবাদন গ্রহণ করেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউসুফ আলী।
প্রশিক্ষণে ইএমই কোরের ৩২৬ জন এসিসি কোরের ৭৭ জনসহ মোট ৪০৩ জন প্রশিক্ষণে অংশ নেন। এর মধ্যে ৫৩ জন নারী সৈনিক এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ মূল্যায়নে শ্রেষ্ঠ রিক্রুট নির্বাচিত হন মো. রাজন শেখ, ২য় শ্রেষ্ঠ রিক্রুট হয়েছেন সোহান হাওলাদার। শ্রেষ্ঠ রিক্রুটদের হাতে প্রধান অতিথি ক্রেষ্ট তুলে দেন।
প্যারেড গ্রাউন্ডের গ্যালারিতে সামরিক-বেসামরিক কর্মকর্তা, সুধীজন, সাংবাদিক, রিক্রুটদের বাবা-মা আত্বীয়-স্বজন উপস্থিত ছিলেন।