প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ১২:১০ পি.এম
নীলফামারীতে বিএনপির কর্মী সভা হয়েছে
সাম্য, সম্প্রতি, বৈষম্য রক্ষায়, সাংগঠনিক ব্যবস্থা গতিশীল করা, নির্বাচন এবং বিবিধ বিষয়ের আলোকে নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাতে ইটাখোলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার,প্রধান বক্তা সাধারণ সম্পাদক জহুরুল আলম।
বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন,জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল।সভায় ইটাখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু,সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহবায়ক প্রবীর গুহ রিন্টু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম,শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান,জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স,ইটাখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুল ইসলাম,ইটাখোলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
এসময় বক্তারা বলেন,ভারতে বসে হাসিনা নানা রকম ষড়যন্ত্রে মেতে উঠেছে তাই নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানান। এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সামনে আরো পথ পাড়ি দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
কর্মী সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আক্তার,জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম ,গোড়গ্রাম ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মতিউর রহমান।
ইটাখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাউসার আলী খন্দকার কর্মী সভাটি সঞ্চালনা করেন।
কর্মী সভায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.