• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন |

ডোমারে স্ত্রীর গলায় অস্ত্রাঘাত করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে স্বামী নুরনবী আটক

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকায় স্ত্রীর গলায় ও ঘারে অস্ত্রাঘাত করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়েছে স্বামী নুরনবী(২৮) পড়ে আটককৃত নুরনবীকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসী।

প্রেম করে বিয়ে করার ৫ মাসের সংসারে স্বামী-স্ত্রীর খুনসুটিতে স্ত্রী শিল্পী বেগম রাগ করে বাবার বাড়ি চলে আসায় স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীর গলায় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় নুরনবী (২৮)-কে আটক করে গ্রামবাসী।

সোমবার (১১ই নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
স্ত্রীর উপর আক্রমণকারী আটককৃত স্বামী নুরনবী নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের তছির উদ্দিনের পুত্র। এছাড়া ভুক্তভোগী স্ত্রী শিল্পী আক্তার উপজলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার আজিজুল ইসলামের কন্যা।

জানা যায়, তারা উভয়ে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন, এরইমধ্যে নুরনবী এবং শিল্পী উভয় উভয়ের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এরই মাঝে দুই পরিবার তাদের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে গত ৫ মাস আগে ইসলামি শরিয়ত মাফিক তাদের বিয়ে হয়। কিন্তু ফেসবুকে অন্য ছেলের সাথে স্ত্রীর সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায় কলহ বিবাদ সৃষ্টি হওয়ায় দুইদিন আগে স্ত্রী শিল্পী রাগ করে তার বাবার বাড়িতে আসে।

ঘটনার দিন সোমবার বিকালে স্বামী নুরনবী শিল্পীর বাবার বাড়িতে আসেন। এরপর একপর্যায়ে বিবাদে জড়িয়ে ক্ষিপ্ত স্বামী রান্নাঘরে থাকা তরকারি কাটা ছুরি হাতে নিয়ে স্ত্রীর গলা ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী তেলিপাড়া নামক গ্রামের মানুষজন তাকে আটক করে।

এমন ঘটনায় গুরুতর আহত স্ত্রী শিল্পীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করায় পরিবার। তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক শিল্পীর পরিবারকে রাতেই রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে পরিবারের লোকজন রাতেই শিল্পীকে রংপুরে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে শিল্পীর বাবা জানান, আমি কিছুক্ষণ আগে মাহিগঞ্জ বাজার থেকে বাড়িতে আসি। এরপর জামাই নুরনবী আমার সাথে ভালোমন্দ কথা বললো। এসময় আমার মেয়ে তাকে রাতের ভাত খেতে ডাকে। কিছু বুঝে উঠার আগেই দেখি রক্তাক্ত অবস্থায় আমার মেয়ে চিৎকার করছে আর জামাই দৌঁড় দিয়ে পালিয়ে যাচ্ছে। এরপর গ্রামের মানুষজন তাকে আটক করে পুলিশের কাছে ধরিয়ে দেয়।
এবিষয়ে ডোমার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, নুরনবী তার স্ত্রীর গলা কেটে দিয়েছে। তাকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনী কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category