• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন |

জলঢাকায় বিয়াম ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক

আবেদ আলী / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

আবেদ আলী
নীলফামারীর জলঢাকায় বিয়াম ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের প্রকল্পগুলো ঘুরে দেখেন প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় বিয়াম ল্যাবরেটরি স্কুলের বিজ্ঞান মেলা ২০২৪। শিশুদের মনে কত কি খেলা করে। তারা এই ধরিত্রীকে ভালোবাসে সুন্দর রাখতে চায় পৃথিবী নামে এই গ্রহটিকে। এসবই প্রকাশ পেয়েছে এবারের বিয়াম ল্যাবরেটরি স্কুলের বিজ্ঞান মেলায়। শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় খাবার পানি বিশুদ্ধকরণ পদ্ধতি, বিদ্যুৎ সাশ্রয়ে অটোমেটিক ইলেক্ট্রিক লাইটের প্রকল্প এবং দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের প্রকল্পে তুলে ধরেছে। কোমলমতি শিশুরা তাদের প্রকল্পগুলো ব্যাখ্যা করে শোনায় ঘুরে দেখা অতিথিদের। প্রধান অতিথি সবগুলো প্রকল্প ঘুরে ঘুরে দেখে শিশুদের কাছ থেকে ব্যাখ্যা শুনে বলেন, শিশুদের মেধা বিকাশের জন্য উপযোগী এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
ভবিষ্যতের পৃথিবীকে সুন্দর করে তুলতে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা করা হয়েছে এই বিজ্ঞান মেলায়।
স্কুলটি এমন কর্মসূচি নিয়ে শিশুদের মনের ভাবনাকে জাগ্রত করতে চায় প্রস্তুত শিক্ষকরা। এবারে এ মেলায় স্টল ছিল ৯০টি। এর আগে মেলার উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর সারোয়ার, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল, জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজার রহমান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও এই বিজ্ঞান মেলা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category