মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক: জলঢাকায় কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
জলঢাকা থানা পুলিশের সার্বিক আয়োজনে ১৩ই নভেম্বর বিকেলে থানা চত্বরে এ পুলিশিং মত বিনিময় ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। জলঢাকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম মন্ডল। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম। থানা মসজিদের ঈমাম মাওলানা নুরুল্লাহ্ ইসলাম।
উক্ত পুলিশিং মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষকসহ সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে নীলফামারী জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম বলেন, পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে মানুষের পাসে থেকে কাজ করছে। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্ব নিতে হবে মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে।
মাদকের সঙ্গে কোনো আপস নেই জানিয়ে ওসি জাহাঙ্গীর আলম মন্ডল বলেন, মাদকের বিরুদ্ধে জলঢাকা থানা জিড়ো টর্নালেন্স ভুমিকা রাখবে। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।