মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক: “ছাত্র শিক্ষক কৃষক ভাই – ঈঁদুর দমনে সহযোগিতা চাই” এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে নীলফামারী জলঢাকায় জাতীয় ঈঁদুর নিধন অভিযান ২০২৪ইং এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক আয়োজনে ১৪ই নভেম্বর বৃহস্পতিবার সকালে কৃষি অফিসের সেমিনার অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈঁদুর নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিসিএস ( কৃষি ) আসাদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহরিয়ার কবীর, অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম প্রমুখ।
উক্ত ঈঁদুর নিধন অভিযানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ প্রান্তিক পর্যায়ের কৃষক ও সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি’র বক্তব্যে নির্বাহী অফিসার জি.আর সারোয়ার বলেন, সরকার কৃষিতে ভর্তূকি প্রদানের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহ্ যোগান।
কৃষি মাতৃক পরিত্যক্ত জমি ও অনাবাদি জমিকে কৃষিতে রুপান্তর করার আহবান জানিয়ে উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ বলেন, চলমান মৌসুমী আমন ধান ব্যাপক উৎসাহ্ ও উদ্দীপনার মাধ্যমে চাষাবাদ করেছেন এ অঞ্চলের কৃষক। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তির পাশাপাশি বাম্পার ফলন পেয়েছে কৃষককুল। আমরা উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ, পরিচর্যাসহ যে কোন কৃষি বিষয়ে সজাগ ভুমিকা রাখছি। ঈঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন এবং উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের ঈঁদুর নিধনে ব্যক্তি আব্দুল জলিলকে ঈঁদুর নিধনের সরঞ্জামাদী পুরস্কার হিসাবে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার।