• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন |
Headline :
দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয় নি: মহাপরিচালক নাজমুল হোসেন ডিমলায় তুহিন স্পোর্টিং ক্লাবের প্রীতি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জলঢাকায় বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন জলঢাকায় ইসরাঈলী হামলায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত জলঢাকায় আসক ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চিলাহাটিতে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত জলঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি ৮ম কাব ক্যাম্পুরী ডোমারে সফলভাবে বাস্তবায়নের লক্ষে আড়াই লক্ষ টাকার চেক হস্তান্তর জোড়াবাড়ী ব্লাড ব্যাংকের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

জলঢাকায় খাদ্য গুদামের উদ্দ্যোগে সরকারি ভাবে ধান সংগ্রহ শুরু

মাইদুল হাসান,  বিশেষ প্রতিবেদক: / ৪৩ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক: নীলফামারী জলঢাকায় খাদ্য গুদাম ( এলএসডি ) এর উদ্দ্যোগে সরকারি ভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

এবারের চলতি আমন মৌসুমে ১৫ শত ৩০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা নিয়ে সরাসরি প্রান্তিক পর্যায়ের কৃষকের নিকট ১৩ শত ২০টাকা প্রতি মন আমন ধান ক্রয় করবে সরকার। আজ ১৪ই নভেম্বর বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা এলএসডি গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শাহরিয়ার কবীর।

অন্যদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ জানান, চলতি আমন ধান মৌসুমে জলঢাকা উপজেলায় ২২ হাজার ৯শত ৩৪ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হলেও অর্জিত হয়েছে ২২ হাজার ৯শত ৩৬ হেক্টর। এর মধ্যে এ পর্যন্ত ৮ হাজার ২শত হেক্টর জমির ফসল ঘরে তুলতে সক্ষম হয়েছে কৃষক।

এছাড়াও এ উৎপাদিত আমন ধান দ্বারা ৬৬ হাজার মেট্রিকটন চাল উৎপাদন হবে বলে কৃষিবিদ সুমন আহমেদ জানিয়েছেন।

সরকারি ভাবে ধান সংগ্রহ বিষয়ে জলঢাকা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার কবীর জানান, ১৭ই নভেম্বর থেকে চলতি আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং এ কার্যক্রম চলবে আগামী ২৮শে ফেব্রুয়ারী ২০২৫ইং পর্যন্ত। শাহরিয়ার কবীর আরো জানান, সরকার সরাসরি প্রান্তিক পর্যায় থেকে ও কৃষি অফিস কর্তৃক নির্ধারিত কৃষকদের নিকট ১৩শত ২০টাকা মন প্রতি আমন ধান ক্রয় করবে।

এবারের চলতি মৌসুমে কৃষককে প্রাকৃতিক দুর্যোগের বেগ পেতে হয়নি পাশাপাশি ফলনও হয়েছে বাম্পার। ফলে সরকার কৃষককুলের বিষয়টি বিবেচনা করে সরকারি ভাবে যে মুল্য নির্ধারিত করেছে তাতে কৃষকদয় সন্তুষ্ট হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে ধান সংগ্রহ কার্যক্রম সুসম্পূর্ণ হবে এমনটাই আশা করছি।


More News Of This Category