প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৮:৩১ পি.এম
জলঢাকায় বাল্যবিয়ের সচেতনতায় শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
আবেদ আলী
নীলফামারীর জলঢাকায় বাল্যবিয়ে রোধে সচেতনতায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৪) দুপুরে
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত স্পন্সরশীপ প্রোগ্রাম এর আওতায় শিশু কল্যাণ বোর্ডের এই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার।
এসময় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,
মেডিকেল অফিসার মো. মাহাদি হাসান,
স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জলঢাকা প্রতিনিধি মেথিয়েস মার্ডি ও মোনালিসা বিশ্বাস,উপজেলা যুব নেটওয়ার্কের সদস্য অন্তরা রায়, মুন্নি আক্তার, পিংকি, বিষ্ণু শর্মা এ রায়হান সহ ইএসডিও’র পক্ষ থেকে সভায় প্রতিনিধিত্ব করেন টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো. লিটন, সামিহা বাঁধন ও টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মন। বাল্যবিয়ে প্রতিরোধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিয়ে রোধে অভিভাবক ও কাজীদের কাউন্সিলিং করে সচেতনতা হওয়ার পরামর্শ দিয়ে শিশু শ্রম বন্ধ করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.