প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৫:০১ পি.এম
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর রিনো
নীলফামারী জেলা আদালতে সরকারের পক্ষে দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য ২৯ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা ও প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছে এ্যাড.মো. আসাদুজ্জামান খান রিনো।
জেলা জজ আদালতের কৌঁসুলি হিসেবে আবু মোহাম্মদ সোয়েমকে এবং সহকারী কৌঁসুলি হিসেবে মো. নুর আসাদুজ্জামান মিশনকে নিয়োগ দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনু বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মোঃ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত নীলফামারী জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো পত্রে এ তথ্য জানা গেছে।
ওই পত্রে পাবলিক প্রসিকিউটর হিসেবে জেলা ও দায়রা জজ আদালতে এ্যাড. আল মাসুদ চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মো. গোলাম মোস্তফা সজীব, জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর মো. মামুনুর রশিদ পাটোয়ারী সহ জেলা আদালতে মোট ২৯জনকে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.