মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক: জলঢাকা সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ দলিল লেখকগন চাকুরী স্থায়ীকরণের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছেন। ১৯শে নভেম্বর দুপুরে নকল নবীশ লেখকদের সার্বিক আয়োজনে সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গনে ৩১তম কর্মবিরতির অংশ হিসাবে তারা অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেন।
সূত্রমতে, বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদের নির্দেশে সারা দেশ ব্যাপী ৫শ ১৬ টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২শত ৪৬ জন নকল নবীশদের স্থায়ীকরণ এক দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মঘট পালন করে আসছে।
এ ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকায় এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন গত ২৭ অক্টোবর থেকে সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশগনের দলিল বালাম কপিসহ সকল কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। যার ফলে ভূমি সংক্রান্ত সেবা প্রত্যাশি সাধারন জনগন চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন।
জলঢাকা সাব রেজিস্ট্রার অফিসে অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ করা নকল নবীশরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশে আমরা কেন বৈষম্যের স্বীকার হব? বিগত সরকার বার বার আশার আলো দেখালেও আমাদের কাঙ্ক্ষিত চাকুরী স্থায়ীকরণ করেননি। বর্তমান সরকার আমাদের সার্বিক বিষয় বিবেচনা করে এক দফা চাকুরী স্থায়ীকরণ করবে এটাই আমাদের প্রত্যাশা।
আমাদের চাকুরী স্থায়ীকরণ ছাড়া আমরা আমাদের কর্মসূচি থেকে একটু সরে যাবো না।
জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা ভাবনচুর এলাকার জবেদ আলী বলেন, জমির নকল ছাড়া জমি খারিজ হয় না কিন্তু নকল নিতে এসে অফিসে ১ মাস ধরে ঘুরতেছি কিন্তূ নকল পাচ্ছি না। এই নকল ছাড়া জমি বিক্রি করতে পাচ্ছি না। আমার মেয়ের বিয়ে দিতেও বিলম্ব হচ্ছে।
পৌরসভার বাসিন্দা আব্দুল মালেক নামে একজন সেবা প্রত্যাশী বলেন, এক থেকে দেড়মাস ঘুরতেছি জমির নকল পাচ্ছি না। শুনতেছি তাদের চাকুরী স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত তারা অফিসে কোন কাজ করবে না।