‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বুধবার সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন উদ্বোধন করেন নীলফামারী জেলা ছাত্রশিবিরের সভাপতি তাইজুল হাসান সাগর।বক্তৃতা করেন নীলফামারী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মো. রেজাউল করিম, অর্থ সম্পাদক মোকারম হোসেন, কলেজ ছাত্রশিবিরের সভাপতি বাবলুর রশিদ, শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা করেন ডা. রাকিব তাহমিদ।
অনুষ্ঠানটির সঞ্চালনা ও সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নাজমুল ইসলাম। ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের প্রধান আলোচ্য বিষয় ও ভিশন ছিল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.