নীলফামারীতে দলবদ্ধ হয়ে একটি পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার গুড়গুড়ী ফকিরগঞ্জ বাজার এলাকায়। ওই এলাকার বেলাল হোসেন (৪৫), মোঃ শামীম (২৫), মোঃ শাকিল (২৩), মোঃ বাশার আলী (৪৮), মোঃ রাহান (২৪), মোঃ আতাউর রহমান (২৬), মোঃ আজাহার আলী মিলে একই এলাকার শরিফুল ইসলামের স্ত্রী সালমা বেগমের পরিবারের হামলা করার অভিযোগ উঠেছে। এবিষয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন সালমা বেগম।
এজাহার সূত্রে জানা যায়,গত ১৯ নভেম্বর রাত ১০টায় অভিযুক্তরা দলবদ্ধ হয়ে হাতে লাঠি ছোড়া, দা, বল্লম, ইত্যাদি মারাত্নক অস্ত্রে সুসজ্জিত হইয়া পূর্ব পরিকল্পিত ভাবে সালমার বাড়ীর সামনে এসে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। সালমার ভাইয়ের স্ত্রী মোছাঃ মমতা আক্তার বাড়ী হতে বের হয়ে অভিযুক্তদের গালিগালাজের প্রতিবাদ করলে তারা মমতাকে এলাপাথারী কিলঘুষি মারতে থাকে এবং তার পড়নের কাপড় টেনে ছিড়ে বিবস্ত্র করে। এসময় দ্রুত ছুটে গিয়ে সালমা ও তার খালা ফরিদা বেগম, মমতাকে তাদের কাছ থেকে রক্ষা করে। এসময় অভিযুক্তরা সালমার মাথা বরাবর আঘাত করলে মাথার মধ্যভাগ লেগে গুরুতর রক্তাক্ত আহত হয়। এসময় লোকজন ৯৯৯ এ কল করিল পুলিশ ঘটনাস্থলে আসলে অভিযুক্তরা পালিয়ে যান। ভুক্তভোগীদের গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নীলফামারী জেনরেল হাসপাতাল নীলফামারীতে ভর্তি করা । বর্তমানে তারা হাসপাতাল চিকিৎসাধীন থাকাবস্থায় অভিযুক্তরা তাদের বাড়ীর জমিতে ইট ও বালু ফেলে বাউন্ডারী ওয়াল নির্মাণের কার্যক্রম শুরু করেছেন বলে জানা যায়।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদ বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।