• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন |
Headline :
মালয়েশিয়া প্রবাসী প্রয়াত ওমর ফারুকের দাফন সম্পন্ন ডোমারের বসুনিয়া হাটে অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ,ছাগল ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগ নীলফামারীতে শহিদ জিয়া পরিষদের পরিচিতি সভা জলঢাকায় একটি সরকারি বিদ‍্যালয়ে শিক্ষকরা আসেন নিজের ইচ্ছে মত ডোমারে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ব্রেক ফেল, দূর্ঘটনা থেকে বেঁচে গেলো শতাধিক যাত্রী আগাম আলু উঠতে শুরু করলেও ডোমারের স্থানীয় বাজারে মিলছে না সেই আলু নীলফামারীতে এক পরিবারের উপর হামলার অভিযোগ কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা বিমান গ্রেফতার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বুলবুলের দাফন সম্পন্ন চিলাহাটিতে বালিশ চাপা দিয়ে বিউটি আক্তার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার

নীলফামারীতে শহিদ জিয়া পরিষদের পরিচিতি সভা

নাসির উদ্দিন শাহ মিলন, বার্তা সম্পাদক / ৮২ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা সোমবার সন্ধ্যায় পৌর বাজারস্থ জেলা বিএনপি র্কাযালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সস্পাদক জহুরুল আলম।
পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি রাইসুর ইসলাম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে নীলফামারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবির চৌধুরী শুভ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল ও সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ এবং নীলফামারী সরকারী কলেজ শাখার সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান সরকার রাশেদ।
সভায় নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ এবং সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আ.খ. ম আলমগীর সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা ঘোষণা করেছেন। এই ঘোষণা তৃণমুলে ছড়িয়ে দিতে শহিদ জিয়া পরিষদের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।
প্রসঙ্গত গত ১৬নভেম্বর রাইসুর ইসলাম সিরাজকে সভাপতি ও জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে নীলফামারীতে শহিদ জিয়া পরিষদের ১৭সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category