• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন |
Headline :
নীলফামারীতে আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা জলঢাকায় টিআর কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে শুভেচ্ছা ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় জলঢাকায় ঐতিহাসিক চরক খেলা অনুষ্ঠিত নীলফামারীতে বিএনপির বিশাল বৈশাখী শোভাযাত্রা জলঢাকায় হিন্দুদের প্রাচীন ধর্মীয় চড়ক পূজা অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্য ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২

নীলফামারীতে শহিদ জিয়া পরিষদের পরিচিতি সভা

নাসির উদ্দিন শাহ মিলন, বার্তা সম্পাদক / ১৮৬ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা সোমবার সন্ধ্যায় পৌর বাজারস্থ জেলা বিএনপি র্কাযালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সস্পাদক জহুরুল আলম।
পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি রাইসুর ইসলাম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে নীলফামারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবির চৌধুরী শুভ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল ও সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ এবং নীলফামারী সরকারী কলেজ শাখার সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান সরকার রাশেদ।
সভায় নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ এবং সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আ.খ. ম আলমগীর সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা ঘোষণা করেছেন। এই ঘোষণা তৃণমুলে ছড়িয়ে দিতে শহিদ জিয়া পরিষদের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।
প্রসঙ্গত গত ১৬নভেম্বর রাইসুর ইসলাম সিরাজকে সভাপতি ও জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে নীলফামারীতে শহিদ জিয়া পরিষদের ১৭সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।


More News Of This Category