• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন |
Headline :
নীলফামারীতে আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা জলঢাকায় টিআর কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে শুভেচ্ছা ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় জলঢাকায় ঐতিহাসিক চরক খেলা অনুষ্ঠিত নীলফামারীতে বিএনপির বিশাল বৈশাখী শোভাযাত্রা জলঢাকায় হিন্দুদের প্রাচীন ধর্মীয় চড়ক পূজা অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্য ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২

আইনজীবীকে হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল

নাসির উদ্দিন শাহ মিলন,বার্তা সম্পাদক / ৩৫৪ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
Exif_JPEG_420

চট্রগ্রাম জজ আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ও আইনজীবীদের উদ্যোগে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে পুনরায় চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবু মো. সোয়েমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর  সরকার,ল’ইয়ার্স কাউন্সিলের  সভাপতি আল ফারুক আব্দুল লতিফ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি আল-মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো, জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি আনিছুর রহমান আজাদ, সহ-সাধারন সম্পাদক মামুনুর রশিদ পাটোয়ারী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি  মেহেদী হাসান আশিক, ইসমাইল হোসেন, সাইদুজ্জামান বাবু, রায়হান উল জান্নাতপ্রমূখ। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের-২ এর পাবলিক প্রসিকিউটর গোলাম মোস্তফা সজিব।
সমাবেশে বক্তরা বলেন, রাষ্ট্রদ্রোহের মামলা গ্রেপ্তার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীকে চট্রগ্রাম আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গনে অতর্কিত হামলা চালিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করে ইসকন সমর্থকরা। এই সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আহবান জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক আইনজীবী আসাদুজ্জামান মিশন, সদস্য মুরছালিন রায়হান কাকন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ধর্মপ্রান মুসলমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


More News Of This Category