মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ০৯নং সোনারায় ইউনিয়ন পরিষদে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযানে নেমেছে স্বপ্ন।
বুধবার ২৬ নভেম্বর দিনব্যাপী আয়োজনের মধ্যে বর্ণাঢ্য র্যালীর পাশাপাশি স্বপ্ন কর্মীদের স্বরচিত কবিতা আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি কর্তৃক বাস্তবায়িত স্বপ্ন প্রকল্প আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ০৯ নং সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তারেক রহমান, ইউনিয়নের পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি রাহিমা ইসলাম, প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, স্বপ্ন ২য় প্রকল্পের ইএসডিও এবং স্বপ্ন প্রকল্পের সমন্বয়কারী সামসুল আলমসহ স্বপ্ন কর্মীরা প্রমুখ।
স্বপ্ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ দেবনাথের সঞ্চালনায়
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযানের প্রথম দিনের আলোচনা সভায় সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী তার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমার ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাল্য বিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, যৌতুক বিহীন সমাজ প্রতিষ্টা করবেন, তিনি আরও বলেন, সাম্যতার ভিত্তিতে সমাজের সকল নাগরিকের সুযোগ সুবিধা প্রদান নিশ্চিত করার ঘোষণা দেন।
এসময় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা তারেক রহমান জানান যে, তাঁর কর্মরত ইউনিয়নে যদি কোন নারীর প্রতি কোন রকম সহিংসতা যেমন বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন জনিত যে কোন বিষয়ে অবহিত হওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে সেটি প্রতিহত করার জন্য ইউনিয়ন পরিষদ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনে তৎপর থাকবেন।
এর পাশাপাশি তিনি আরো জানান শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার সচেতনা বাড়াতে হবে।
এসময় সোনারায় ইউনিয়নের পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি রাহিমা ইসলাম বলেন, তার ইউনিয়নে সকল ধরনের নারী ও শিশু নির্যাতন প্রতিহত করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, যৌতুক বিহীন সমাজ প্রতিষ্টায় সচেষ্ট থাকবেন এবং নারী পুরুষ সকলকে সচেতন থাকতে বলেছেন।
স্বপ্ন প্রকল্পের ইএসডিও সমন্বয়কারী সামসুল আলম বলেন, স্বপ্ন ২য় প্রকল্প থেকে নিশ্চিত করেছেন যে সোনারায় ইউনিয়নের ৩৬ জন স্বপ্ন কর্মী প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসেবে সমাজের নারীদের প্রতি সহিংসতা রোধে প্রচারণা চালাবেন এবং অন্যদের সাহায্য করতে সচেষ্ট থাকবেন।
উক্ত আলোচনা সভা শেষে আবৃতি প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.