প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১০:৩১ পি.এম
প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি জলঢাকায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা
নীলফামারীর জলঢাকায় প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও মানব উন্নয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপরে
জলঢাকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইউম-লেড বিজনেসের আয়োজনে এবং টিকটিক এর আর্থিক সহযোগীতায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন ব্র্যাক নীলফামারী জেলা ব্যবস্থাপক মো. আরিফুর রহমান। সভায় জানানো হয়, ব্র্যাকের মাধ্যমে উপজেলার তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠার লক্ষে কাজ করা হচ্ছে।
উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সের নারী ও পুরুষ উদ্যোক্তা ৭টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে।
স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামে হার্ড টু রিচ এরিয়ার শিশু (কিশোর ও তরুণী) এবং যারা অতি দরিদ্র পরিবারের তাদের প্রতি বাড়তি মনোযোগ প্রদান করে ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিশেষ কার্যক্রমের প্রচলন করেছে। এর মাধ্যমে তাদেরকে জীবনদক্ষতা, জীবিকা এবং কর্মদক্ষতার প্রশিক্ষণের পাশাপাশি মৌলিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবার প্রশিক্ষণ প্রদান করা হয়। একটানা ছয়মাস দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উপযোগি ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ ও প্রতিমাসে জীবিকা নির্বাহ ভাতা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে।
এছাড়াও বিদেশ ফেরত ক্ষতিগ্রস্তদেরকে বিভিন্নভাবে সহায়তা করা হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার শরিফা খাতুন, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সামজেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়,উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক জিয়া চৌধুরী, শিলাটেক এর জেলা ব্যবস্থাপক আসমা উল হোসনা এবং শিলাটেকের ফরিদুজ্জামান সোহাগ সহ টিকটিক এর বিথিকা রানী ও আব্দুল মালেক প্রমুখ। সভায় ব্যবসায়ী, কম্পিউটার, মোটরসাইকেল মেকানিক, মোবাইল মেকানিকাল ও দর্জি প্রশিক্ষণার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.