রাশেদুজ্জামান সুমন: নীলফামারীর জলঢাকায় প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ও শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তার জন্য আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্হপতিবার দুপুরে অনির্বাণ বিদ্যাতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্বপ্ন প্রকল্পের আয়োজনে এ আলোচনা সভায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান, আনোয়ারুল কবীর, আরমানা বেগম, নিলুফা আক্তার,কৃঞ্চা কাবেরী বিশ্বাস, আনন্দলোক ট্রাস্টের জেলা সমন্বয়কারী ধীরাজ রায়, এডুকেশন সুপারভাইজার পরেশ চন্দ্র সিনহা, ময়েন উদ্দিন, প্রভাষক বজলুর রশীদ, ইএসও রাজকুমার রায়, প্রধান শিক্ষক আজিজা সুলতানা সহ অভিভাবক, ইউপি সদস্য সংশ্লিষ্ট ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীরা। আনন্দলোক ট্রাস্ট উপজেলার গোলনা, ধর্মপাল ও শিমুলবাড়ি ইউনিয়নে ১০ টি অউন্নত বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীও উপকরণ সয়হাতা দিয়ে থাকে। এছাড়াও বিদ্যালয় গুলোর অবকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। আলোচনা সভায় সরকারের পাশাপাশি আনন্দলোক ট্রাস্ট শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন আরও কিভাবে বাড়াবে এবং বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরও সুন্দর করার জন্য বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.