মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার পৌরসভার ০৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন আশিকুর রহমান সাজু সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার ২৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় রাজধানী ঢাকার পপুলার হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুম হারুন আশিকুর রহমান সাজু পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি পশ্চিম ধনীপাড়া এলাকার মৃত আব্দুর রশিদ ডোডার ১ম পুত্র। তিনি জাতীয় পার্টির পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সদস্য সচিব ছিলেন।
পরিবার জানায়, প্রয়াত হারুন আশিকুর রহমান সাজুর মরদেহ ঢাকা থেকে তার নিজ বাড়ির পথে নিয়ে আসার প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার বাদ জুম্মা তাঁর জানাজার নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে উপজেলা এবং পৌর জাতীয় পার্টির নেতা-কর্মীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.