প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ৬:২১ পি.এম
নীলফামারীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নীলফামারীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভাটি হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ মোছা . আরিফা ইয়াসমিন মুক্তা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এনামুল হক বসুনীয়া, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস)মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে জেলার হতদরিদ্র মানুষ বিনামূল্যে আইনি সেবা পাচ্ছেন। তাদের আইনগত সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরো বিস্তৃত করতে হবে। এছাড়াও প্রতিনিয়ত মামলার হার বাড়ছে। মামলা না করে স্থানীয়ভাবে মিমাংসার মাধ্যমে সমাজের সব ক্ষেত্রে মামলা করার প্রবণতা কমে আসবে বলে জানান বক্তারা।
এসময় জেল সুপার মো. রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. কবির উদ্দিন, সরকারি কৌঁসুলি এ্যাড. আবু মোহাম্মদ সোয়েম, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.