মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: “কারিগরি শিক্ষা নিলে – বিশ্বজুড়ে কর্ম মিলে” এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ভোকেশনাল শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা ও প্রয়াত শিক্ষক মল্লিক হোসেন বুলেট এর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী জেলা ভোকেশনাল শিক্ষক সমিতির সার্বিক আয়োজনে শনিবার দুপুরে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি মোশফেকুজ্জামান চৌধুরী মিটুল এর সভাপতিত্বে ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমানের শুভ উদ্বোধনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন।
ত্রি-বার্ষিক সম্মেলনে গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন জেলা বসুনিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাব এর চেয়ারম্যান জেলা আইডিইবি সভাপতি প্রকৌশলী আব্দুল মান্নান বসুনিয়া,
প্রেসক্লাব জলঢাকার প্রধান উপদেষ্টা অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবকদল আহবায়ক প্রকৌশলী শাহ্ জাহান কবির লেলিন ও জেলা ভোকেশনাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী খাঁন।
প্রধান আলোচ্যক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভোকেশনাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রণন কুমার দেব। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা সাবেক আমীর ও নবনির্বাচিত ভোকেশনাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আখতারুজ্জামান বাদল, প্রকৌশলী শওকত আলী মিয়া, প্রকৌশলী আবুল কালাম আজাদ, শাহজাহান আলী খাঁন, আখতারুল ইসলাম জোসেফ, সাইদার রহমান, কহিনুজ্জামান চৌধুরী প্রমুখ।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ( টেক ) শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোশফেকুজ্জামান চৌধুরী মিটুলকে নীলফামারী জেলা ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি ও প্রকৌশলী আখতারুজ্জামান বাদলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে প্রয়াত শিক্ষক মল্লিক হোসেন বুলেট এর বিদায়ি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।