• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন |
Headline :
সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ড. শফিকুর রহমান   পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পিকআপ ভ্যানের ধাক্কায় দেবীগঞ্জে নিহত -১ আহত-২ জলঢাকায় গাজায় ইসরাঈলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত নীলফামারীতে আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা জলঢাকায় টিআর কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে শুভেচ্ছা ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

জলঢাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাইদুল হাসান,  বিশেষ প্রতিনিধি: / ৪৯ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

মাইদুল হাসান বিশেষ প্রতিনিধি:  জলঢাকায় গ্রাম সামাজিক শক্তি কমিটির শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

পশ্চিম কাঠাঁলী গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে এবং কালিগন্জ বাজার ব্র্যাক আল্ট্র্যা – পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় গতকাল ১লা ডিসেম্বর রবিবার বিকালে পশ্চিম কাঁঠালী মাঝাপাড়া শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা ব্র্যাক শাখার সিনিয়র টেকনিক্যাল অফিসার ( এসটিও) শিউলী বর্মণ।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ বাজার ব্র্যাক শাখার ব্যবস্থাপক মোকাররম হোসেন, আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মশিউর রহমান, কর্মসূচী সংগঠক উম্মে খন্দকার, বেলায়েত হোসেন, শাবানা বেগম।

এ সময় বক্তব্য রাখেন সামাজিক শক্তি কমিটির সভাপতি মৃনাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায়, সমাজ সেবক হালিমুর রহমান ভানু, আশরাফুজ্জামান, মাসুদ রানা, সত্যবন্ধন রায়, সদস্য ইবনে জামান ফরমান আলী, ইয়াছিন আলী, আব্দুল হাকিম ও মহেন্দ্রনাথ চন্দ্র রায় প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শিউলী বর্মন বলেন, সামাজিক শক্তি কমিটির আওতায় ব্র্যাক দরিদ্র জনগোষ্ঠী ও গ্রাহকদের মাঝে উন্নয়ন মুলক কর্মপরিকল্পনা গ্রহন করে থাকে। তারই ফলশ্রুতিতে পশ্চিম কাঁঠালী গ্রাম সামাজিক শক্তি কমিটির সদস্যদের এ সকল শীতবস্ত্র বিতরণ করা হলো।


More News Of This Category