প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১১:২১ এ.এম
নীলফামারীতে মহুতামিমকে জোড় করে পদত্যাগ করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
জোড় করে পদত্যাগে বাধ্য করানো, মিথ্যে মামলা ও হুমকী ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আমিন উল্লাহ।
বুধবার দুপুরে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল এলাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে মাওলানা আমিন উল্লাহ বলেন, গত ১৬সেপ্টেম্বর মাদরাসার তিন শিক্ষক ইমামুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ ও মাওলানা সাজেদুল ইসলাম নেতৃত্ব দিয়ে ছাত্রদের বের করে এনে আমাকে জোড় করে পদত্যাগ করে নেন।
এমনকি আমার বিরুদ্ধে ২৩দফা অভিযোগ তুলে বিব্রত করেন যার একটিরও প্রমান করাতে পারবে না।
বলেন, ৪২বছর ধরে এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছি একটিও অভিযোগ কেউ করতে পারেনি বরং সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি।
অভিযোগ করেন পরিকল্পিত ভাবে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হবিবর রহমান চৌধুরীর ইন্ধনে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
হুমকী, মিথ্যে মামলায় জড়ানোসহ বিভিন্ন ভাবে আমাকে হয়রানীর চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মাদরাসা পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য মাসুম কবিরাজ, স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হবিবর রহমান চৌধুরীর মুঠোফোনে (০১৯৩৩৬৫১১৪২) কয়েকবার যোগাযোগ করা হলেও রিসিভ না হওয়ায় তার কোন মন্তব্য জানা যায়নি।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.