মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: জলঢাকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের উদ্দ্যোগে প্রস্তূতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তূতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর সেক্রেটারি জলঢাকা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমীর শিক্ষক মোখলেছুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান ডাঃ মুহাম্মদ রেজওয়ানুল কবির, থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা হামিমুর রহমান হামিম , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম প্রমুখ।
উক্ত প্রস্তূতিমূলক সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ইউপি চেয়ারম্যান ও সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রস্তূতিমূলক সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, আগামী ১৬ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় রাজনৈতিক সামাজিক ও সূধী সমাজের সহায়তা কামনা করেন এবং প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদায় পালিত হবে মহান বিজয় দিবস ২০২৪ইং বলে তিনি জানান।