মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার সিমান্তবর্তী এলাকা ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে চিলাহাটি অবস্থিত।১৯৭১ইং সালের ৫ই ডিসেম্বরের এই দিনে দখলদার পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় চিলাহাটি জনপদ। তাই এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরেই এই দিনে পালিত হয় ‘চিলাহাটি হানাদার মুক্ত দিবস’।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৫ই ডিসেম্বর ক্যাপ্টেন নজরুল ইসলামের নেতৃত্বে রংপুরের বীর মুক্তিযোদ্ধা গোলাপ, চিলাহাটির বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান মাস্টার সহ অন্যান্ন মুক্তিযোদ্ধারা গোসাইগঞ্জ হয়ে সীমান্তবর্তী চিলাহাটি জনপদ পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করেন।
এবিষয়ে চিলাহাটির বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,যুদ্ধকালীন সময়ে ৫ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে হটান মুক্তিযোদ্ধারা। এবং ৫ই ডিসেম্বর চিলাহাটির আকাশে নতুন সূর্য উদিত হয়। এরপর তারা জোড়াবাড়ী হয়ে বোড়াগাড়ী যান। সেখান থেকে ডোমারকে হানাদার মুক্তকরতে মুক্তিবাহিনীর সাথে যোগ দেন। তুমুল যুদ্ধের পর অবশেষে আমরা ডোমারকে মুক্ত করি ৬ই ডিসেম্বর।
তাই ৫ই ডিসেম্বরের এই দিনটিতে জাতির সূর্য সন্তান সকল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধার সাথে প্রতি বছর স্মরণ করেন চিলাহাটিবাসী।