• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন |
Headline :
ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার পাঠশালা’র শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন সবার পাঠশালার কমিটি গঠন সভাপতি সিহাব সম্পাদক প্রাণহরি ডোমারে সাবেক কাউন্সিলর রাজাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা, গ্রেফতার এক সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে আদায় হলো পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ জলঢাকায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে রজত জয়ন্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত জলঢাকায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি নীলফামারীতে শ্রমিক দলের ঈদ শুভেচ্ছা বিনিময় জলঢাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি জলঢাকায় এসএসসি ব্যাচ-২০০১ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৬ই ডিসেম্বর ডোমার হানাদার মুক্ত দিবস

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ১১৯ Time View
Update : শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ মা-বোনের সম্ভ্রমের মধ্যে দিয়ে বাঙালি জাতি একটি বাংলাদেশ নামে স্বাধীন দেশ পেয়েছে।

তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী হটাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকায় শত্রুমুক্ত হয় নীলফামারী জেলার ডোমার উপজেলা। এরপর থেকে প্রতিবছরের ন্যায় এই দিনকে ডোমার হানাদার মুক্ত দিবস’ হিসেবে পালন করেন ডোমারবাসী।

৩রা ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ফ্লাইট লেফটেন্যান্ট ইকবাল রশিদের নেতৃত্বে ডোমারের বীর মুক্তিযোদ্ধা শমসের আলী, ডিমলার বীর মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম সহ তাদের দলটি প্রথমে গোমনাতী হয়ে বোড়াগাড়ী মুক্তকরণে তারা এগিয়ে আসেন।

৪ঠা ডিসেম্বর ভারতীয় মিত্র বাহিনীর মেজর ছাতোয়ানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমানসহ আরও বেশকিছু মুক্তিযোদ্ধা ডোমারকে মুক্তকরণের অপারেশনে যোগ দেন, এরপর ৫ই ডিসেম্বর ক্যাপ্টেন নজরুল ইসলামের নেতৃত্বে রংপুরের বীর মুক্তিযোদ্ধা গোলাপ, ভোগডাবুরীর আব্দুল জব্বার কানু, আমিনুর রহমান মাস্টার গোসাইগঞ্জ হয়ে সীমান্তবর্তী চিলাহাটি এলাকা মুক্ত করে জোড়াবাড়ী হয়ে বোড়াগাড়ী হাসপাতালের (বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের) উত্তরদিকে হলদিয়াবন ও বুদলিরপাড় এলাকায় সমবেত মুক্তি বাহিনীর সাথে যোগ দেয়।

সেদিন পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল গোলাগুলির এক পর্যায়ে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর উপর বোমা নিক্ষেপ করলে এতে বেশ কয়েকজন পাকসেনা নিহত হয়। এরপর রাত ২টার দিকে মুক্তিবাহিনীদের পথ রোধ করতে দেওনাই সেতু (বোড়াগাড়ী ব্রিজ)ডিনামাইট দিয়ে ব্রিজটি উড়িয়ে দেয় পাকবাহিনীর সদস্যরা।

এবং সেদিন রাতেই পশ্চিম বোড়াগাড়ীর উত্তর পাড়ায় হামলা চালিয়ে ৭ জন নিরীহ মানুষকে হত্যা করে হানাদাররা। এরপর তারা সোনারায় হয়ে নীলফামারীর দিকে পিছু হটে। তাদের অনাবরত গোলা বর্ষণে বেশকিছু মুক্তিযোদ্ধা আহত হন।
অবশেষে ৬ই ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতায় ডোমার উপজেলা পাক হানাদার মুক্ত হয়।

ডোমার মুক্তকরণের অগ্রসৈনিক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শমশের আলী এবং বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান।
মুক্তিযুদ্ধের ৬নং সেক্টর কমান্ডার খাদিমুল বাশারের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা লাল-সবুজের পতাকা উত্তোলনের মাধ্যমে ডোমারকে শত্রুমুক্ত ঘোষণা করেন।
সেদিন বাংলাদেশের পতাকা হাতে সব শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে পড়ে। স্লোগানে স্লোগানে পুরো এলাকায় মানুষের ঢল নামতে থাকে ডোমারের রাজপথে।

এবিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা শমসের আলী জানান, আমরা ফ্লাইট লেফটেন্যান্ট ইকবাল রশিদের নির্দেশে বোড়াগাড়ী হাসপাতালের পাশে একত্রিত হই। ভোরের দিকে মেজর ছাতোয়ান ও মুক্তিবাহিনীর প্লাটুন কমান্ডার আমিনার রহমান আমাদের সাথে যোগ দেয়। এরপর ৬ই ডিসেম্বর সকালে ডোমার শহরে প্রবেশ করে হানাদার মুক্ত করি। তিনি আরও বলেন সে সময়কার ৬নং সেক্টর কমান্ডার খাদিমুল বাশারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বিজয় পতাকা উত্তোলন করেন।

পাকহানাদার বাহিনীর অত্যাচারে ডোমারের অসংখ্য মানুষ নির্যাতনের শিকার সহ তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাট করে নিয়ে যায় সবকিছু।
ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বলেন, মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী ডোমারের নিরীহ মানুষের উপর হামলা করে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়।

হত্যা করে অসংখ্য মানুষকে। তাদের নির্যাতনে অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। মুক্তিযুদ্ধ হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ অধ্যায়। মুক্তিযুদ্ধের কথা মনে পড়লে এখনো মনে শিহরন জাগে।

তাই প্রতি বছরের ন্যায় দিবসটিতে জাতির সূর্য সন্তান সহ সকল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন ডোমারবাসী।


More News Of This Category