মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ লিপি আক্তারকে সভাপতি এবং মুসলিমা আক্তার লিপাকে সাধারন সম্পাদক করে ডোমার সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ৬ই ডিসেম্বর বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এই কমিটি গঠন উপলক্ষে উপজেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি আসমাতারা লাকী, সাধারন সম্পাদক শাহানারা বেগম বিথী প্রমুখ।
প্রধান বক্তা আখতারুজ্জামান সুমন তার বক্তব্যে বলেন, ডোমার-ডিমলার কৃতি সন্তান মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতকে শক্তিশালী করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
আগামীতে আমরা তুহিন ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চাই তাই দলের সকলকে নিরলস ভাবে কাজ করে তুহিন ভাইকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে হবে। তুহিন ভাই নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি রেয়াজুল ইসলাম কালু বলেন,আমাদের নেতা তুহিন ভাইর হাতকে শক্তিশালী করতে মহিলা দলের সকলকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন হবে বিএনপির হাত ধরেই। আলোচনা শেষে সর্ব সম্মতি ক্রমে সদর ইউনিয়ন মহিলা দলের ৫১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করে অনুমোদন দেয়া হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.