মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: জলঢাকায় বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির সার্বিক আয়োজনে ৭ই ডিসেম্বর দুপুরে জিড়ো পয়েন্ড মোড়ের চৌধুরী মার্কেটের তৃতীয় তলায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ নাগরিক ঐক্য কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জলঢাকা উপজেলা সেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবু কমল কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক ঐক্য কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের ( ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব আকবার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম মন্ডল, জলঢাকা বিজনেজ ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ( ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ আজিজার রহমান, জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রেসক্লাব সভাপতি উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামারুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবকদল আহবায়ক সাবেক ভিপি প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন প্রমুখ।
উক্ত বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জলঢাকা পৌরসভার সাবেক প্যানেল মেয়র বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির সহ-সভাপতি বাবু রঞ্জিত কুমার রায়, আলহাজ মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, মীরগঞ্জ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক বিভূতি ভূষন রায়, পৌর বিএনপি নেতা শেখ শাদি লাভলু , সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন, পৌর যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক ( ছোট বাবু ) প্রমুখ।
নাগরিক ঐক্য কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবার আলী বলেন, দলমত নির্বিশেষে জলঢাকার আপামর জনতাকে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির ছায়ালতে সমবেত হয়ে জলঢাকা উপজেলা থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও যে কোন বৈষম্য বিরোধী কার্যকালাপ প্রতিহত করতে এ কমিটির আত্মপ্রকাশ ঘটা আবশ্যক বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভা শেষে কমিটির সদস্যদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।