. .
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন |
Headline :
জলঢাকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা দিনাজপুর অঞ্চলিক স্কাউটসের লিডার ট্রেনার মনোনীত হয়েছেন ডোমারের বিনয় রায় সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, যুবক গ্রেফতার নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ডোমার পৌর এলাকায় সড়ক দখলদ্বারিত্বের কারণে প্রতি নিয়ত ঘটছে প্রানহানীর মতো দূর্ঘটনা জলঢাকায় মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত  চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ছিনতাই, যাত্রী গুরুতর আহত জলঢাকায় বেগম রোকেয়া ও দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা নানা আয়োজনের মধ্য দিয়ে ডোমারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত বর্ণাঢ্য আয়োজনে ডোমারে বেগম রোকেয়া দিবস উদযাপিত

জলঢাকায় বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির পরিচিতি সভা

মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: জলঢাকায় বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির সার্বিক আয়োজনে ৭ই ডিসেম্বর দুপুরে জিড়ো পয়েন্ড মোড়ের চৌধুরী মার্কেটের তৃতীয় তলায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ নাগরিক ঐক্য কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

জলঢাকা উপজেলা সেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবু কমল কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক ঐক্য কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের ( ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব আকবার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম মন্ডল, জলঢাকা বিজনেজ ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ( ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ আজিজার রহমান, জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রেসক্লাব সভাপতি উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামারুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবকদল আহবায়ক সাবেক ভিপি প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন প্রমুখ।

উক্ত বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জলঢাকা পৌরসভার সাবেক প্যানেল মেয়র বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির সহ-সভাপতি বাবু রঞ্জিত কুমার রায়, আলহাজ মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, মীরগঞ্জ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক বিভূতি ভূষন রায়, পৌর বিএনপি নেতা শেখ শাদি লাভলু , সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন, পৌর যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক ( ছোট বাবু ) প্রমুখ।

নাগরিক ঐক্য কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবার আলী বলেন, দলমত নির্বিশেষে জলঢাকার আপামর জনতাকে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির ছায়ালতে সমবেত হয়ে জলঢাকা উপজেলা থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও যে কোন বৈষম্য বিরোধী কার্যকালাপ প্রতিহত করতে এ কমিটির আত্মপ্রকাশ ঘটা আবশ্যক বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভা শেষে কমিটির সদস্যদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category