. .
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন |
Headline :
জলঢাকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা দিনাজপুর অঞ্চলিক স্কাউটসের লিডার ট্রেনার মনোনীত হয়েছেন ডোমারের বিনয় রায় সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, যুবক গ্রেফতার নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ডোমার পৌর এলাকায় সড়ক দখলদ্বারিত্বের কারণে প্রতি নিয়ত ঘটছে প্রানহানীর মতো দূর্ঘটনা জলঢাকায় মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত  চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ছিনতাই, যাত্রী গুরুতর আহত জলঢাকায় বেগম রোকেয়া ও দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা নানা আয়োজনের মধ্য দিয়ে ডোমারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত বর্ণাঢ্য আয়োজনে ডোমারে বেগম রোকেয়া দিবস উদযাপিত

ডোমারে সার সংকট: উত্তোলনের সার অন্যত্র বিক্রি করায় রনজিৎ ট্রেডার্সের বিরুদ্ধে দুই মাসের বরাদ্ধ বন্ধ চেয়ে জেলায় সুপারিশ

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় সার সংকট তীব্র আকার ধারন করেছে। সরকারি নির্দেশনা না মেনে উত্তোলনের সার অন্যত্র বিক্রি করায় মেসার্স রনজিৎ ট্রেডার্সের বিরুদ্ধে দুই মাসের বরাদ্দ বন্ধ চেয়ে জেলায় সুপারিশ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।

বর্তমানে বাজারে সরকার নির্ধারিত দামে মিলছে না সেই সার। অতিরিক্ত ৩ থেকে ৫ শত টাকা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে ইউরিয়া, ডিএপি, এমওপি,টিএসপি সার। ডিলারদের কারসাজির কারণেই কৃষকদের বাড়তি এ অর্থ গুনতে হচ্ছে বলে অনেক কৃষকেদের অভিযোগ, প্রায় দোকান গুলিতে সাইনবোর্ড নাই, বিক্রয় রেজিস্ট্রার নেই, ক্যাশ মেমো ব্যবহার করা হয় না, কৃষকদের মোবাইল নম্বর লেখা হয় না।

জানা গেছে, এ বছর মৌসুমে রবিশস্য সরিষা ১২ শত ১৩ হেক্টর, রসুন ৫৩ হেক্টর, পেঁয়াজ ১ শত ৩৫ হেক্টর, গম ৬ শত ৬০ হেক্টর, ভুট্টা ৩৮ শত হেক্টর, বোরো ৩ হাজার ৭ শত ৮০ হেক্টর, আলু ১ হাজার ৫ শত ৩৫ হেক্টর, ও অন্যান্য সহ মোট প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। এই চাষাবাদ জমির অনুকূলে সার বরাদ্দ দেওয়া হয়েছে পটাশ ১ হাজার ৭৫ দশমিক ৪৫ মে.টন,টিএসপি ৬১.০৫, ইউরিয়া ৭ শত ৬৬ মে.টন। নভেম্বরে বিএডিসি বরাদ্ধ ডিএপি ৬৬৮.০৫ মে.টন, টিএসপি ১ শত ১১ মে.টন,পটাশ ৩ শত ১৯ মে.টন।
কৃষক ন্যায্য মূল্যে সার পাওয়ার নিশ্চয়তার জন্য সার বিক্রিতে উপজেলায় বিসিআইসি ১১, বিএডিসি ২০ এবং খুচরা ১৪ জন ডিলার নিয়োগ দেওয়া রয়েছে। সরকার নির্ধারিত বস্তা প্রতি ডিএপি ১ হাজার ৫০ টাকা,পটাশ ১ হাজার টাকা, টিএসপি ১ হাজার ৩ শত ৫০ টাকা।

সম্প্রতি মেসার্স রনজিৎ ট্রেডার্স বিএডিসি সার ডিলার সরকারি নির্দেশনা মোতাবেক সারের ব্যবসা পরিচালনা করছেন না। তিনি সেপ্টেম্বর /২৪ মাসের (টিএসপি, এমওপি ও ডিএপি) উত্তোলন করে সার কৃষক পর্যায়ে বিক্রয় না করে অবৈধ ভাবে অন্যত্র বিক্রয় করেছেন। এ নিয়ে অভিযোগ উঠলে তার দুই মাসের বরাদ্ধ বন্ধ করার জন্য জেলায় সুপারিশ করা হয়।

বাজারে ইউরিয়া সারের সরবরাহ কম জানিয়ে বেশি দাম নিচ্ছেন ডিলাররা। তারা সার উত্তোলন করে, গাড়ি অন্যত্র বিক্রি করে দেওয়ায় সংকট বাড়ছে।

উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ীর এলাকার কাউয়াতলী গ্রামের কৃষক জাকারিয়া হোসেন বলেন, ডিএপি সার ১ হাজার ১ শত ৮০ থেকে ১ হাজার ২ শত,টিএসপি তিউনিসিয়া ২ হাজার ২শত ৫০ থেকে ২ হাজার ৩ শত, মরক্কো ১ হাজার ৮ শত থেকে ১ হাজার ৯ শত, ইউরিয়া ১৩৮০ থেকে ১৪২০ টাকা করে কিনতে হচ্ছে। এসময় তাদের কাছে মেমো চাইলে তারা বলে সার নাই। ডিলারদের কারসাজির কারণে এ ধরনের দাম বেশী দিয়ে কিনতে হচ্ছে।

উপজেলার ১০ নং হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি গ্রামের দোলাপাড়ার কৃষক আব্দুল মতিন (৪৬) বলেন, আলু, সরিষা ও ভুট্টা গাড়বো (রোপন)। এতে টিএসপি সার লাগবে, সার ব্যবসায়ী শাহিনুরের দোকানে গেলে টিএসপি বাংলা, তিউনিসিয়া সার পাওয়া যাচ্ছে না। এ দুটোই ভালো, টিএসপি মিশর তেমন কাজ করে না। সেটা ১৭০০/চাচ্ছে। সে জন্য আর সার নেওয়া হয় নাই। কৃষি অফিসারের কাছে বললে তিনি ইউএনওর কাছে অভিযোগ করতে বলেন।

খুচরা সার বিক্রেতা মেসার্স শামীম এ্যান্ড ব্রাদার্স এর প্রোপাইটার মৌ:শামীম আহম্মেদ বলেন, টিএসপি সারের সংকট চলছে। আমরা কোন রেজিস্ট্রারে হিসাব রাখি না। ক্যাশ মেমো দেই না, রেজিস্ট্রার নাই, কৃষকদের মোবাইল নম্বর আমরা রাখি না। গাড়ি বিক্রি করে দেওয়ায় সংকট বাড়ছে।

বিসিআই সার ডিলার মেসার্স শফিকুল ইসলাম এ্যান্ড ব্রাদার্স এর প্রোপাইটার শফিকুল ইসলাম বলেন,বরাদ্ধ কম চাহিদা বেশী। বাংলা টিএসপি , তিউনিসিয়া টিএসপি ছাড়া অন্য কোন সার সংকট নাই।এ-সময় তিনি আরও বলেন, আমরা খুচরা সার বিক্রয় করি, তাই বিক্রয় রেজিস্ট্রার নেই, ক্যাশ মেমো ব্যবহার আছে কিন্তু লেখা হয় না, এবং কৃষকদের মোবাইল নম্বর লিখে রাখা হয় না।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম সারের দাম অতিরিক্ত নেওয়া এবং টিএসপি সংকটের বিষয়ে বলেন, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এ ব্যাপারে তৎপর রয়েছে। সারের মুল্যের ব্যাপারে জিরো টলারেন্স। সম্প্রতি রনজিৎ ট্রেডার্স বরাদ্ধের সার অনুমতি ছাড়াই বিক্রি করায় তার বরাদ্ধ স্থগিতের সিদ্ধান্ত জেলায় প্রেরণ করা হয়েছে পাশাপাশি মনিটরিং অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category