• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন |
Headline :
ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার পাঠশালা’র শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন সবার পাঠশালার কমিটি গঠন সভাপতি সিহাব সম্পাদক প্রাণহরি ডোমারে সাবেক কাউন্সিলর রাজাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা, গ্রেফতার এক সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে আদায় হলো পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ জলঢাকায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে রজত জয়ন্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত জলঢাকায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি নীলফামারীতে শ্রমিক দলের ঈদ শুভেচ্ছা বিনিময় জলঢাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি জলঢাকায় এসএসসি ব্যাচ-২০০১ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডোমারে সার ও বীজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে বাজার মনিটরিং চলাকালীন সময়ে সার ব্যবসায়ী রব্বু এন্টারপ্রাইজ ও বীজ ব্যবসায়ী বেলাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে একলক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ।

রবিবার ৮ই ডিসেম্বর বিকেলে ডোমার বাজারে সার ও বীজ দোকানে মনিটরিংকালে সার ব্যবস্থাপনা আইন- ২০০৬ এর ১৬(১) ধারা অমান্য করে সারের নির্দিষ্ট ব্রান্ডের পরিবর্তন করে সরবরাহ,বিপণন ও বিক্রয় করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৬ (১) ধারা অমান্য করার পাশাপাশি একই আইনের ১৩ (১) ধারা অমান্য করে সারের বস্তা, বা কন্টেইনারের গায়ে পৃথকভাবে লেবেল সংযুক্ত করার অপরাধে ১৬ (৩) ধারায় সার ব্যবসায়ী মেসার্স রব্বু এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী মমিনুল হোসেন রব্বুকে ১,০০,০০০/-(একলক্ষ) টাকা এবং সার ও বীজ ব্যবসায়ী বেলাল হোসেনের অনুপস্থিতিতে দোকানের কর্মচারী আমজাদ হোসেনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২৫, ০০০( পঁচিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম ও ডোমার থানা পুলিশের সদস্যবৃন্দরা।
এসময় সারের দোকানে অভিযানের সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্ন সার ও বীজ ব্যবসায়ীদের দোকানপাট নিমিষেই বন্ধ হয়ে যায়।
প্রসংগত,গত তিন সপ্তাহ থেকে বাজারে অতিরিক্ত মুল্যে বিক্রি হচ্ছে সার ও বীজ। টাকা দিয়েও কৃষকরা পাচ্ছেনা প্রয়োজনীয় সার,এর পাশাপাশি প্রতিদিনই হুহু করে বেড়ে চলছে ভুট্টা বীজের দাম। সার ও বীজের দাম বেড়ে যাওয়ার দিশেহারা হয়ে পড়েছে এলাকার কৃষকেরা।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবরটি ছড়িয়ে পড়লে এলাকার কৃষকেরা ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে ছুটে যান এবং সার ও বীজ ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়ম এবং অভিযোগের কথা তুলে ধরেন। একপর্যায়ে তারা সার ডিলার রব্বুর লাইসেন্স বাতিলের দাবি জানান। তাদের নানা অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকদের আশ্বস্ত করে বলেন,এইমাত্র রব্বুর কাছ থেকে একলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে, এরপরেও যদি তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মেলে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে।


More News Of This Category